পটাশ অ্যালামমূলনীতি(Theory): পটাশ অ্যালাম একটি যুগ্ন লবণ ।K2SO4 এবং Al2(SO4) এর সাথে 24 অণু কেলাস পানি যুক্ত হয়ে অস্টতলীয় পটাশ অ্যালামগঠিত হয় । এর বাণিজ্যিক নাম ফিটকিরি । K2SO4 এবং Al2(SO4) এর সম মোলার মিশ্রণের জলীয় দ্রবণ হতে কেলাসন পদ্ধতি এটি প্রস্তুত করা হয় ।
(k2SO4.Al2(SO4)3.24H2O)এর কেলাস প্রস্তুত করন
K2SO4+ Al2(SO4) + 24H2O ⇀ K2SO4. Al2(SO4) . 24H2O
রাসায়নিক দ্রব্য:K2SO4 , Al2(SO4)3.24H2O
যন্ত্রপাতি : বিকার , একটি করে ফানেল ফিল্টার পেপার , মর্টার প্যাস্টেল , ত্রিপদী স্ট্যান্ড, তারজালি বার্নার , সাধারণ নিক্তি, গ্লাস রড ।
কাজের ধারা :
১। নিক্তির সাহায্যে 10g Al2(SO4) এবং 3g K2SO4 মেপে একটি মর্টারে নিয়ে প্যাস্টেল এর সাহায্যে গুড়া করে মিশ্রিত করা হয় । একটি বিকারে পানি নিয়ে তার মধ্যে েএ মিশ্রণ নিয়ে গ্লাস রড দিয়ে নেড়ে দ্রবণ প্রস্তুত করা হয়ে । অতপর পরি শ্রাবণ করে দ্রবণ অপর একটি বিকারে নেয়া হয় ।
২। পরিশ্রুত দ্রবনে অল্পপরিমাণ গাঢ় H2SO4 যোগ করা হয় ।
৩। একটি ত্রিপদী স্ট্যান্ডের ওপর তারজালি দিয়ে তার ওপর দ্রবণ সহ বিকারটি রেখে বার্ণারের সাহায্যে এমনভাবে তাপ দেয়া হয় যাতে দ্রবণটি না ফোটে । এভাবে বেশ কিছু সময় তাপ দেয়ার পরীক্ষা করে দেখা হয় দ্রবণটি উত্তপ্ত অবস্থায় সম্পৃক্ত বা অতিপৃক্ত হয়েছে কিনা।
এ পরীক্ষা করার জন্য একটি পরিষ্কার গ্লাস রডের এক প্রান্ত উত্তপ্ত দ্রবণে মধ্যে নিমজ্জিত করে তুলে এনে বাকা করে ধরে দ্রবণ লেগে থাকা স্থান ফুঁ দিয়ে ঠান্ডা করলে যদি দেখা যায় কাচদন্ডের গায়ে সাদা আবরণ তৈরী হয়েছে তা হলে বোঝা যায় দ্রবণ উত্তপ্ত অবস্থায় সম্পৃক্ত বা অতিপৃক্ত হয়েছে এক ঠান্ডা করলে কেলাস তৈরী হবে ।
এ অবস্থায় বার্নার সরিয়ে নিয়ে ত্রিপদি স্ট্যান্ড এর ওপরই দ্রবণ সহ বিকারটি বেশ কিছু সময় ঠান্ডা করা হয় । বিকারটি হাতে ধরার মত ঠান্ডা হলে টেবিলের উপর রেখে কোনরুপ নড়াচড়া না করে ঠান্ডা করা হয় । অতপর ট্রাফের মধ্যে রেখে বরফ দ্বারা ঠান্ডা করলে কিছুক্ষণের মধ্যেই K2SO4. Al2(SO4) . 24H2O মাতৃদ্রবণের মধ্যে কেলাসিত হতে শুরু করে।
৪। কেলাসন শেষ হলে একটি ফানেলে ফিল্টার পেপার ভাজ করে তার উপর মাতৃ দ্রবণসহ কেলাস ঢালা হয় । ফলে কেলাস মাতৃদ্রবণ হতে পৃথক হয়ে ফিল্টার পেপারের ্ওপর জমা হয় ।
৫। ফানেল থেকে ফিল্টার পেপারসহ কেলাস গুলো নিয়ে শুস্ককরে সংরক্ষণ করা হয় ।
সাবধানতা:
১।দ্রবণ ধীরে ধীরে তাপ দিতে হবে।
২। ফুটনো বা গ্লাস রড দিয়ে নাড়াচাড়া করা যাবে না।
৩। আস্তে আস্তে ঠান্ডা করতে হবে।
৪। মাতৃদ্রবণ সম্পূর্ণ রূপে পরিশ্রুত হলে ফানেল থেকে ফিল্টার পেপার সহ কেলাস তুলে আনতে হবে ।
Casino Slots Provider - JTM Hub
উত্তরমুছুনPlay the 화성 출장안마 latest casino slots 전라북도 출장샵 and table games from a well-regarded 대전광역 출장안마 company. Discover the best 순천 출장마사지 online slots and table games and 군포 출장마사지 get your sign-up bonuses!